ইজতেমার তৃতীয় ধাপ শুরু শুক্রবার, সাদপন্থীদের কাছে মাঠ হস্তান্তর
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। এ জন্য মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের কাছে মাঠ হস্তান্তর করেছে গাজীপুর জেলা প্রশাসন। আজ রোববার দুপুরে ইজতেমা মাঠের কেন্দ্রীয় সমন্বয় কক্ষে এই হস্তান্তরপ্রক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে গত বৃহস্পতিবার মাওলানা জোবায়েরের অনুসারীদের কাছ থেকে ইজতেমা মাঠ বুঝে নেয় প্রশাসন। তাবলিগ জামাতের মধ্যে বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর মধ্যে গত ৩১ থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন মাওলানা জোবায়ের অনুসারীরা। এরপর তৃতীয় ধাপে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা পালন করবেন মাওলানা সাদ অনুসারীরা।
মাঠ হস্তান্তরকে কেন্দ্র দুপুরে ইজতেমা মাঠের কেন্দ্রীয় সমন্বয় কক্ষে বৈঠক হয়। সেখানে সাদ অনুসারীদের মুরব্বিদের কাছে মাঠ হস্তান্তর করেন জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকারের উপপরিচালক মো. ওয়াহিদ হোসেন। সাদ অনুসারীদের পক্ষে মাঠ বুঝে নেন শীর্ষ পর্যায়ের মুরব্বি রেজাউল করিম। এদিকে মাঠ হস্তান্তরের পরেই মাঠে প্রবেশ করেন মাওলানা সাদ অনুসারী কিছু মুসল্লি। তাঁরা ১৪ ফেব্রুয়ারি ইজতেমা উপলক্ষে মাঠের প্রস্তুতির কাজ শুরু করেন।
জানতে চাইলে মাওলানা সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম প্রথম আলোকে বলেন, ‘প্রশাসন খুব সুন্দরভাবে আমাদের কাছে মাঠে হস্তান্তর করেছে। এরই মধ্যে ময়দানে আমাদের কিছু মুসল্লিও প্রবেশ করেছেন। আগামী বুধবার সারা দেশের মুসল্লিরা আসা শুরু করবেন। আগামীকাল সোমবার থেকে আমরা পুরোদমে মাঠ প্রস্তুতির কাজ শুরু করব।’