কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠনের কার্যক্রমে গোপনে অথবা প্রকাশ্যে কেউ অংশগ্রহণ বা সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা বজায় ও শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠির অনুলিপি উপাচার্য, সহ–উপাচার্য, রেজিস্ট্রারসহ সব ডিন, বিভাগীয় সভাপতি ও সব প্রাধ্যক্ষের কার্যালয়ে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে শান্তিশৃঙ্খলা ও শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কারও বিরুদ্ধে বাংলাদেশ সরকারের নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী ছাত্রসংগঠনের কার্যক্রমে গোপনে অথবা প্রকাশ্যে অংশগ্রহণ কিংবা সহযোগিতার সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে। তাই নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে কেউ প্রকাশ্যে বা গোপনে জড়িত থাকলে বা সহযোগিতার সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘সব সরকারের সময়ে যেসব সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, তাদের সবার জন্য প্রযোজ্য। নির্দিষ্ট কোনো ছাত্রসংগঠনকে বলা হয়নি।’