কুমিল্লা সীমান্ত থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারত সীমান্ত থেকে বাংলাদেশি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার এলাকার গোমতী নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম কাজী ছবির (৪২)। তিনি উপজেলার গাজীপুর মধ্যপাড়া এলাকার কাজী নজিরের ছেলে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে সীমান্ত এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবির সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি কাজী ছবির নামের এক ব্যক্তির বলে শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির বুকে ও হাতে আঘাতের চিহ্ন দেখা যায়। বিজিবির সহযোগিতায় মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘বিজিবির সদস্যদের উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন আছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি মাদকাসক্ত ছিলেন। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো জানা যায়নি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’