সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাতপরিচয় যুবকের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ছয়টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পরে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন প্রথম আলোকে বলেন, আজ সকাল ছয়টার দিকে অজ্ঞাতপরিচয় ওই যুবক পাক্কা মসজিদ এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগামী যানের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় ব্যক্তিদের ফোন পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
বারআউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।