এক বছর পর দর্শনা স্থলবন্দরে এল আমদানি করা ভারতের চাল
প্রায় এক বছর পর চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে বন্দর দিয়ে ২ হাজার ৪২৪ টন চালের এই চালান বন্দরের রেল ইয়ার্ডে এসে পৌঁছায়।
এসব চালের আমদানিকারক ঢাকার পুরানা পল্টনের মেসার্স মজুমদার অ্যাগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড। ভারতের কলকাতার সৌভিক এক্সপোর্ট লিমিটেডের কাছ থেকে বেসরকারি পর্যায়ে এসব চাল আমদানি করা হচ্ছে। প্রতি টন চালের মূল্য পড়েছে ৪৯০ ডলার।
বিষয়টি নিশ্চিত করে দর্শনা বন্দর সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানান, এর আগে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর এ বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি করা হয়েছিল। ওই সময়ে মেসার্স মজুমদার অ্যাগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড ২ হাজার ৪৫৪ মেট্রিক টন চাল আমদানি করেছিল।
ভারতীয় ট্রেনের মোট ৪২টি ওয়াগনে এসব চাল আনা হয়। গতকাল রাতে চালের চালান পৌঁছার পর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা ট্রেনটির পরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মির্জা কামরুল হক জানান, ‘কাস্টমস পরীক্ষণ, শুল্কায়ন ও কোয়ারেন্টিন শেষে চালের চালানটি পাবনার ঈশ্বরদী ও সিরাজগঞ্জ রেল ইয়ার্ডে পাঠানো হবে। আমদানিকারক সেখান থেকে ট্রাকে করে চাল নিয়ে যাবেন।’