বাজারব্যবস্থা সংস্কার করে জনগণকে রক্ষা করুন: সাইফুল হক
বাজারব্যবস্থা সংস্কার করে দ্রুত জনগণকে রক্ষা করুন। রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা দূর না হলে কোনো সংস্কারই কাজে আসবে না। আজ রোববার বিকেলে ঢাকার দোহারের লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারকে উদ্দেশ করে কর্মী সমাবেশে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, বিদ্যমান আয় ও বৈষম্য টিকে থাকলে সমাজে সাম্য প্রতিষ্ঠা করা যাবে না। রাজনৈতিক সংস্কার টেকসই করতে হলে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে।
সাইফুল হক আরও বলেন, পাকিস্তানি জমানার মতো এখনো এক দেশে যেন দুই সমাজ, দুই অর্থনীতি চলছে। দেশের রাজনৈতিক দল ও সুশীল সমাজের রাজনৈতিক সংস্কারে যত আগ্রহ, অর্থনৈতিক সংস্কারে সেই আগ্রহ দেখা যায় না। অনেকগুলো সংস্কার কমিশন গঠন হলেও বৈষম্য বিলোপে কোনো কমিশন গঠিত হয়নি। গত সাড়ে পাঁচ মাসে অর্থনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সাইফুল হক বলেন, বাজারব্যবস্থার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাস্তবে এই বাজারের মাধ্যমে মানুষ কিনতেও ঠকে আবার বেচতেও ঠকে। রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। কারও ভুল বা হঠকারিতায় গণ–অভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না। এ ব্যাপারে রাজনৈতিক দল ও জনগণকে সতর্ক থাকতে হবে।
ছাত্র ও শ্রমিক জনতার গণ–অভ্যুত্থান শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এটা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দোহার উপজেলা কমিটির সম্পাদক আবদুল হাকিম আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় সদস্য স্নিগ্ধা সুলতানা, পার্টির নবাবগঞ্জ জেলার সংগঠক শাহাদাত হোসেন প্রমুখ।