মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম গ্রেপ্তার

মেহেরপুরে আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম
ছবি: সংগৃহীত

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে মেহেরপুর পৌর শহরের বড়বাজার এলাকার নিজ বাড়ি থেকে সদর থানার পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

২০২২ সালের ১৭ অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আবদুস সালাম। ৫ আগস্টের পর বর্তমান সরকারের সিদ্ধান্তে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে তিনি অপসারিত হন।

সদর থানা সূত্রে জানা যায়, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুজব রটিয়ে জনমত তৈরি করার চেষ্টা করছিলেন আবদুস সালাম। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের পালিয়ে থাকা নেতা–কর্মীদের নিজের বাড়িতে জড়ো করে জেলাতে সন্ত্রাস তৈরি করার কাজ করছিলেন তিনি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা মামলার আসামি হিসেবে আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।