নাশকতার প্রস্তুতির অভিযোগে সুনামগঞ্জে ছাত্রলীগের ১৮ নেতা-কর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম বাদী হয়ে ধর্মপাশা থানায় এ মামলাটি করেন। মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ ঘটনায় সংগঠনটির উপজেলা শাখার সহসভাপতি গোলাম মহিউদ্দিন ফরহাদকে (৩৭) গতকাল রাত পৌনে ১১টার দিকে উপজেলা সদরের বিজয় ২৪ চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানা-পুলিশ জানায়, উপজেলা সদরের বিজয় ২৪ চত্বর এলাকার একটি চায়ের স্টলের পেছনের একটি কক্ষে গতকাল রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের ধর্মপাশা উপজেলার সভাপতি দেলোয়ার হোসেন (৩৭) ও সাধারণ সম্পাদক আল আমিন খানসহ (৩৪) সংগঠনটির ৩৫ থেকে ৪০ নেতা-কর্মী জড়ো হন। তাঁরা সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক সরকারি কার্যক্রম ব্যাহত করার মাধ্যমে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখান থেকে দৌড়ে পালানোর সময় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম মহিউদ্দিনকে আটক করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক আজ শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নাশকতার প্রস্তুতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আটক গোলাম মহিউদ্দিনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।