গাজীপুরে বাসচাপায় সিএনজিতে থাকা ফুফু-ভাতিজির মৃত্যু, বাসে আগুন
গাজীপুরে একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ফুফু ও ভাতিজির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। আজ সোমবার সকাল ১০টায় গাজীপুরের শিববাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন শিউলি বেগম (৫১) ও তাবাসসুম (৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে তাঁরা আত্মীয়বাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার পথে অটোরিকশাটি গাজীপুর শহরের শিববাড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা শিউলি বেগম ও তাঁর ভাতিজি তাবাসসুমের মৃত্যু হয়ে। এ ছাড়া অটোরিকশার চালকসহ আরও দুজন আহত হন। বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই বাসটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম নিহত ব্যক্তিদের স্বজনদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, নরসিংদীতে তাঁদের এক আত্মীয় মারা গেছেন। তাঁকে শেষ বারের মতো দেখার জন্য চান্দনা চৌরাস্তা থেকে অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাসটিকে আটক করা হয়েছে।