নড়িয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ, থানায় অভিযোগ
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের বাড়িতে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরলাউলানী এলাকায় এ ঘটনা ঘটে।
বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আজ মঙ্গলবার নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মতিউর রহমান। অভিযোগে তিনি কারও নাম উল্লেখ করেননি। তবে আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীরা এমন কাজ করতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।
নড়িয়া থানা সূত্র জানায়, নড়িয়ার চরলাউলানী গ্রামের বাসিন্দা মতিউর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেন। বর্তমানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। গতকাল রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত তাঁর বাড়িতে ঢুকে তাঁর ঘরের সামনে ককটেল ছুড়ে পালিয়ে যায়। এ সময় সাত থেকে আটটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে নড়িয়া থানা-পুলিশ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দেন মতিউর রহমান।
জানতে চাইলে মতিউর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার পর থেকে তিনি আতঙ্কে আছেন। তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর মনে হয়েছে, সম্প্রতি তিনি এলাকার রাজনীতিতে সক্রিয় হওয়ায় আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীরা তাঁকে ভয় দেখাতে কাজ করতে পারে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিএনপির এক নেতার বাড়িতে ঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর খবর পেয়ে সেখানে পুলিশ যায়। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। তদন্তের আগে তেমন কিছু বলা যাচ্ছে না।