ফরিদপুরে বিদ্যালয়ের অনুষ্ঠানে ‘জিতবে আবার নৌকা’ গানের ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি
ফরিদপুরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে ছাত্রীদের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত রোববার বিদ্যালয়ে ২০ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হলেও আজ শনিবার সেটি প্রকাশ্যে আসে।
এ বিষয়ে খতিয়ে দেখতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পাপড়ী বাড়ইকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের কাল রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ফরিদপুর জেনারেল হাসপাতালের দক্ষিণ পাশে শহরের প্রাণকেন্দ্রে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। গত রোববার ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন। বেলা আড়াইটার দিকে বিদ্যালয়ের শিক্ষকেরা যখন খাবার খাচ্ছিলেন, তখন সাউন্ড বক্সে বিভিন্ন ধরনের গান বাজছিল। সেই গানের তালে বিদ্যালয়ের ছাত্রীরা নাচছিল। একপর্যায়ে একটি গান শেষ হওয়ার পর ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানটি বেজে ওঠে। তখন ওই গানের সঙ্গে ছাত্রীরা নাচে। সেই নাচের ২০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম বলেন, ওই গানটি নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি সেটি বন্ধ করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেন। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি কেন ঘটল, আর ভিডিওটি কীভাবে বাইরে গেল, খতিয়ে দেখতে সহকারী প্রধান শিক্ষক পাপড়ী বাড়ইকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাল প্রতিবেদন দেওয়ার কথা। তিনি বলেন, প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।