দর্শনায় প্রায় আড়াই কেজি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরে অভিযান চালিয়ে ২ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণের বারসহ কুসুম পোদ্দার (৪৭) নামের এক স্বর্ণ চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক কুসুম পোদ্দার গাজীপুরের টঙ্গী থানার টঙ্গী ভরান গ্রামের সাধন পোদ্দারের ছেলে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে বলা হয়, দর্শনার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল সীমান্ত খুঁটি ৭৭/২-এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দর্শনার হঠাৎপাড়া রেলগেট এলাকায় অবস্থান নেয়। সকাল ৬টা ৪০ মিনিটে এক ব্যক্তিকে বাস থেকে নেমে রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করতে দেখে বিজিবির সন্দেহ হয়। এ সময় বিজিবির টহল দল সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে চোরাচালানি পণ্য না থাকার কথা বললেও দেহ তল্লাশি করে কোমরে প্যাঁচানো বেল্টের ভেতর থেকে চারটি স্বর্ণের বার জব্দ করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৩৫০ গ্রাম।
এ ঘটনায় বিজিবির নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেন এবং আটক আসামিকে থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।