দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে: জোনায়েদ সাকি

পাবনায় ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও এর রূপরেখা’ শীর্ষক আলোচনা ও ইফতার আয়োজনে প্রধান অতিথি জোনায়েদ সাকি। শনিবার সন্ধ্যায় শহরের একটি রেস্তোরাঁয়
ছবি: প্রথম আলো

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অভ্যুত্থানের সাত মাস অতিক্রান্ত হওয়ার পরও গণহত্যার বিচারকাজ এখনো উল্লেখযোগ্য মাত্রায় এগোয়নি। ফলে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আওয়ামী লীগের যে নেতাদের নির্দেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, অবিলম্বে তার বিচার করতে হবে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।

আজ শনিবার সন্ধ্যায় পাবনা শহরের একটি রেস্তোরাঁয় ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও এর রূপরেখা’ শীর্ষক আলোচনা ও ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, ভারতীয় গণমাধ্যম বিশ্বের সামনে বাংলাদেশে ইসলামি জঙ্গিবাদের উত্থান হয়েছে দেখাতে চায়। আর বাংলাদেশে তৌহিদী জনতার নামে ‘মব’ তৈরি করে যে অরাজকতা তৈরি করা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, হামলা করা হচ্ছে, এই মব অরাজকতার কাজ কোনোভাবেই বাংলাদেশের পক্ষে যায় না; বরং ভারতীয় গণমাধ্যম যা দেখাতে চায়, সেটাই ঘটছে।

গণসংহতি আন্দোলন পাবনা জেলা শাখার আহ্বায়ক জুলহাস নাইনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল আবুল হাসান, জাতীয়তাবাদী আইনজীবী সমিতি পাবনা জেলার সভাপতি আরশেদ আলন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন চিকিৎসক সারোয়ার জাহান প্রমুখ।