চাচাকে হত্যার প্রতিশোধ নিতেই কাউন্সিলর রব্বানীকে খুন: পুলিশ
হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানীকে। আর এই হত্যাকাণ্ডের পরিকল্পনার অংশ হিসেবে এক নারীকে ব্যবহার করা হয়েছে। গোলাম রব্বানী খুনের ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তারের পর পুলিশের আয়োজন করা সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গত সোমবার দিবাগত রাতে খুনের ঘটনায় তিনজনকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন খুলনার দেওয়ান মোল্লাপাড়ার মো. সেলিম আকন্দের মেয়ে ঋতু (২৪), একই এলাকার জামাল শেখের ছেলে শেখ শাহরিয়ার ইসলাম ওরফে পাপ্পু (২৭) ও মধ্য কারিগরপাড়ার মো. হায়দার সরদার অদুদের ছেলে গোলাম রসুল (২৫)।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, খুলনায় চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন হুজি শহীদুল ইসলাম, যাঁকে ২০১৩ সালে হত্যা করা হয়। গ্রেপ্তার শাহরিয়ার ইসলাম হুজি শহীদুলের ভাতিজা। শহীদুল হত্যার সঙ্গে সাবেক কাউন্সিলর গোলাম রব্বানীসহ চারজন জড়িত ছিলেন। এই চারজনের একজনকে ২০২২ সালে হত্যা করা হয়। মূলত শহীদুল হত্যা নিয়ে গোলাম রব্বানীর বিরুদ্ধে ক্ষোভ ও শত্রুতা তৈরি হয় শাহরিয়ারের। এ ছাড়া এই হত্যার পেছনে স্থানীয় আধিপত্য ও প্রভাব বিস্তারের বিষয়ও রয়েছে।
খুব সুকৌশলে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের জন্য আসামিরা কক্সবাজারকে ‘সুইটেবল প্লেস’ মনে করেছেন বলে দাবি করেন পুলিশ সুপার। তিনি বলেন, গ্রেপ্তার তিনজনই হত্যার সময় কক্সবাজারে অবস্থান করেছেন। আর সঙ্গে থাকা নারী ঋতু কাউন্সিলর রব্বানীর গতিবিধি জানিয়েছেন খুনে জড়িত শাহরিয়ারকে। সহযোগী গোলাম রসুলসহ শাহরিয়ার উঠেছিলেন কক্সবাজার শহরের কক্স কুইন রিসোর্টে। খুনের পর তাঁরা ব্যবহৃত অস্ত্রটি ওই রিসোর্টের ২০৮ নম্বর কক্ষের চিলেকোঠায় রেখে পালিয়ে যান। পরে অস্ত্রটি পুলিশ উদ্ধার করে। অস্ত্রের জোগানদাতা কে বা কারা, তা তদন্ত করছে পুলিশ।
একই ঘটনায় এর আগে র্যাবের অভিযানে আটক হয়ে কারাগারে রয়েছেন খুলনার আরেক সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ও কক্সবাজারে রব্বানীর বন্ধু মেজবাহ উদ্দিন ওরফে ভুট্টো। হত্যাকাণ্ডে তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে কি না এবং শেখ হাসান ইফতেখার ও রব্বানী কেন কক্সবাজারে এসেছিলেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।
গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে তৈরি করা কাঠের সেতুর মাথায় গুলি করে হত্যা করা হয় রব্বানীকে। তাঁর বাড়ি খুলনা সিটির দৌলতপুরে। তিনি খুলনা সিটির ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। গত ২৬ সেপ্টেম্বর দেশের ১২টি সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে তাঁকেও অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।