ফরিদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের বোয়ালমারীতে মেহেদি মৃধা (২৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে বোয়ালমারী পৌরসভার রায়পুর মহল্লার একটি খোলা মাঠে এ ঘটনা ঘটে।
মেহেদি বোয়ালমারী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কামারগ্রাম মহল্লার বাসিন্দা সালাম মৃধার ছেলে। তিনি রাজমিস্ত্রি ছিলেন। তিনি বিবাহিত এবং দুই মেয়ের বাবা।
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে মেহেদি বাড়ির পাশের সুমনের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি বের হন। পরে রাত সাড়ে নয়টার দিকে রায়পুর মহল্লার হেলাল মিয়ার মুরগির ফার্মের পাশে খোলা মাঠে ধারালো অস্ত্রের আঘাতে জখম অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, মেহেদির পা ও মুখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
মেহেদির স্ত্রী সোনিয়া বেগম অভিযোগ করেন, জমি নিয়ে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। তাঁরা তাঁর স্বামীর নামে মামলাও করেছেন। ওই প্রতিবেশীরাই তাঁর স্বামী মেহেদিকে কুপিয়ে হত্যা করে থাকতে পারেন। ছোট দুই মেয়ে নিয়ে কীভাবে চলবেন, সেই বিলাপ করছিলেন তিনি।
বোয়ালমারী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আজিজুল বলেন, কয়েক দিন আগে ওই এলাকায় মেহেদির সঙ্গে তাঁর এক প্রতিবেশীর মারামারি হয়। সেই ঘটনার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব বলেন, বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে পরিবারের লোকজন বলছেন। মেহেদির লাশ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা হবে।