কুমিল্লা কারাগারে হাজতিকে অভিনব কৌশলে গাঁজা দিতে গিয়ে তরুণ আটক
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের এক হাজতিকে অভিনব কৌশলে গাঁজা দিতে গিয়ে আটক হয়েছেন এক তরুণ। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে। কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
আটক তরুণ জুতার সোলের ভেতরে করে গাঁজা নিয়ে হাজতিকে দেওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা তাঁকে আটকের পর পুলিশের হাতে তুলে দেন। তাঁর নাম শান্ত। তিনি নগরের বাদশা মিয়ার বাজার এলাকার জোলমত মিয়ার ছেলে। মোতালেব হোসেন নামে কারাগারের এক হাজতির জন্য তিনি গাঁজা নিয়ে গিয়েছিলেন।
কুমিল্লা কারাগার সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে শান্ত নামের ওই তরুণ কুমিল্লা কারাগারের হাজতি মোতালেব হোসেনকে দেওয়ার জন্য এক জোড়া চামড়ার জুতা ও পোশাক নিয়ে এসে কারা ক্যানটিনে দায়িত্বরত কারারক্ষী মো. মাসুদের কাছে জমা দেন। এ সময় জুতা দেখে কারারক্ষী মাসুদের সন্দেহ হলে তিনি অপর কারারক্ষী মো. সানিকে জুতা জোড়া দেখান। পরে জুতাসহ অভিযুক্ত দর্শনার্থী শান্তকে রিজার্ভ গার্ডে এনে জুতার নিচের অংশ (সোল) খুলে সাদা পলিথিনে মোড়ানো তিন প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। গাঁজার ওজন ছিল ৯১ গ্রাম। পরে তাঁকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ওই দর্শনার্থীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গাঁজাসহ আটক ওই তরুণ বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন। আগামীকাল বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।