পল্লী বিদ্যুতের ৪ কর্মকর্তা ও ৩ লাইনম্যান সাময়িক বরখাস্ত

গাজীপুরের শ্রীপুরে বনভোজনের বাস বিদ্যুতায়িত হয়ে গতকাল শনিবার তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছেফাইল ছবি: প্রথম আলো

বনভোজনে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের চার কর্মকর্তা ও তিন লাইনম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের বরখাস্তের কথা জানান ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর মহাব্যবস্থাপক (জিএম) মো. আকমল হোসেন।

সায়মিক বরখাস্ত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর উপমহাব্যবস্থাপক (সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মণ, গাজীপুরের শ্রীপুরের মাওনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র প্রকৌশলী মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া ও আবুল কাশেম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাঁদের বরখাস্তের আদেশ দেয়।

এর আগে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শ্রীপুরের উদয়খালী গ্রামে আঞ্চলিক সড়কে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে। নিহত তিনজন গাজীপুরের ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁরা শিক্ষক-শিক্ষার্থী মিলে মোট ৪৬০ জন বিআরটিসির ৬টি দ্বিতল বাসে করে বার্ষিক বনভোজনে শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন। গন্তব্যের মাত্র দেড় কিলোমিটার আগে শেষ বাসটি সড়কে ঝুলে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত তিন শিক্ষার্থী হলেন ফেনীর মাস্টারপাড়া এলাকার মোতাহার হোসেনের ছেলে মীর মোজাম্মেল নাঈম (২৩), রাজশাহীর রাজপাড়া ডিঙ্গাব এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়ের আলম সাকিব (২২) ও রংপুর সদরের ইমতিয়াজুর রহমানের ছেলে মুবতাছিন রহমান মাহিন (২২)।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. রাকিবুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।