২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পাবনায় ৪ হাজার ২৪৪টি বই বিতরণ

বই হচ্ছে বন্ধু, বই শিক্ষক, বই অভিভাবকের মতো, বই প্রিয়তমার মতো। ইতিহাস, ঐহিত্য, শিক্ষা–দীক্ষা, জানা–অজানা—বইয়ের মধ্যে সব আছে। তাই প্রকৃত মানুষ হতে গেলে বই পড়তে হবে। গতকাল বুধবার বিকেলে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।

চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এই উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট। উদ্যোগের অংশ হিসেবে পাবনায় গতকাল ২০টি প্রতিষ্ঠানে ৪ হাজার ২৪৪টি বই বিতরণ করা হয়েছে। বই বিতরণে সহযোগিতা করে প্রথম আলো পাবনা বন্ধুসভা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ। এ ছাড়া বক্তব্য দেন ১৩৫ বছরের প্রচীন গ্রন্থাগার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির মহাসচিব আবদুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও লেখক আখতার জামান, সিটি কলেজের সহযোগী অধ্যাপক শামসুন্নাহার বর্ণা, বিকাশের মহাব্যবস্থাপক (মার্কেটিং) জাফর ইকবাল ও প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক গোলাম রাব্বানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা বন্ধুসভার সভাপতি মো. নাহিদুজ্জামান।

বিকাশের মহাব্যবস্থাপক (মার্কেটিং) জাফর ইকবাল বলেন, নতুন প্রজন্মকে বইমুখী করতে বিকাশ ১০ বছর ধরে বই বিতরণ করছে। এ বছর ১ লাখ ২০ হাজার বই দিচ্ছে। অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বই পৌঁছে দিতে বিকাশের এই উদ্যোগ চলমান থাকবে।