ঘোড়াঘাটে ট্রাকচাপায় গৃহকর্মীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মালবোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সালেহা বেগম (৬৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

সালেহা উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত আবদুল প্রামাণিকের স্ত্রী। সালেহা উপজেলার রাণীগঞ্জ গো-হাটের পেছনে স্কুলশিক্ষক কালাম মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজবাড়ি গুচ্ছগ্রাম থেকে আঞ্চলিক মহাসড়ক হয়ে কাজে রাণীগঞ্জের দিকে যাচ্ছিলেন সালেহা। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধ সালেহাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন সালেহা। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির বলেন, এ ঘটনায় ট্রাকসহ চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।