মধুসূদনের স্মৃতিবিজড়িত কাঠবাদামগাছটি উপড়ে পড়েছে

নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বাতাসে সমূলে উপড়ে পড়ে গাছটি। গত রোববার যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকায়ছবি: প্রথম আলো

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকায় কপোতাক্ষ নদের তীরে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কাঠবাদামগাছটি উপড়ে পড়েছে। গত রোববার নিম্নচাপের প্রভাবে সৃষ্ট দমকা বাতাসে কাঠবাদামগাছটি পড়ে যায়।

মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ বলেন, ‘মাইকেল মধুসূদন দত্তের বাড়িসংলগ্ন কাঠবাদামগাছটি কবির স্মৃতিবিজড়িত। প্রায় ৩০০ বছরের পুরোনো। এর আগে মূল গাছটি উপড়ে গেলেও একটি ডাল (শাখা) থেকে গাছটি বেঁচে ছিল। কিন্তু নিম্নচাপের প্রভাবে সেটিও উপড়ে গেল।’

এলাকার কয়েকজনের সঙ্গে কথা হলে বলেন, দর্শনার্থীরা গাছটি দেখে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি খুঁজে পেতেন। কিন্তু সেটি উপড়ে পড়ায় তাঁরা কষ্ট পেয়েছেন।

এ প্রসঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুভাষ দেবনাথ বলেন, ‘সাগরদাঁড়িতে আসা মধুসূদনের ভক্তরা এই গাছের নিচে এসে স্মৃতিকাতর হন। অনেকে ছবি তোলেন, কেউ কেউ কপোতাক্ষতীরের এই গাছের নিচে বসে বিশ্রাম নেন। কিন্তু গাছটি উপড়ে পড়ায় আমরা ব্যথিত।’

ওই স্থানে আরেকটি কাঠবাদামগাছ লাগানোর কথা জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সাগরদাঁড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান হাসানুজ্জামান জানান, কাঠবাদামগাছটি অনেক পুরোনো হওয়ায় মধুপ্রেমীদের আকর্ষণের অন্যতম বিষয়বস্তু ছিল। ওই একই স্থানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটি কাঠবাদামগাছ লাগানো হবে।