গোবিন্দগঞ্জে নৌকা প্রার্থীর সভায় ভূরিভোজ

নির্বাচনী সভা শেষে ভূরিভোজে অংশ নেন নৌকা প্রার্থীর কর্মী-সমর্থক ও ভোটাররা। রোববার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার বাইগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়েছবি: সোয়েল রানা

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে নৌকা প্রার্থীর নির্বাচনী সভায় ভূরিভোজের আয়োজন করা হয়েছে। আজ রোববার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার বাইগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে পাঁচ শতাধিক নেতা-কর্মী ও ভোটার অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আবুল কালাম আজাদের নির্বাচনী সভা বাইগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। সভা শেষে পাঁচ শতাধিক নেতা-কর্মী ও ভোটার ভূরিভোজে অংশ নেন।

নাম প্রকাশ না করার শর্তে বাইগুনি গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগের এক নেতা বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের জন্য চারটি চুলায় চার মণ চাল ও এক মণ মুরগির মাংসের খিচুড়ি রান্না করা হয়। সভা শেষে সভায় আসা লোকজনকে ভূরিভোজ করানো হয়।

নির্বাচনী জনসভায় ভূরিভোজের আয়োজন করা হচ্ছে। রোববার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার বাইগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়নি। আমার উদ্যোগে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়নি। কেউ যদি নিজ উদ্যোগে কোনো খাবার আয়োজন করে, তাহলে আমার তো কোনো দায়বদ্ধতা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেন, বাইগুনি গ্রামে নির্বাচনী সভায় ভূরিভোজের কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্বাচনী সভায় ও প্রচারে খাওয়া-দাওয়া করানোর কোনো সুযোগ নেই। এটা সম্পূর্ণভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।