উখিয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

লাশপ্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম কুতুপালং এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা চারে দাঁড়িয়েছে।

নিহত ব্যক্তির নাম রওশন আরা (৩৮)। তাঁর স্বামী মো. শাহজাহান প্রথম আলোকে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। এর আগে একই ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন পশ্চিম কুতুপালং এলাকার বাসিন্দা আল মামুন (৪৫), তাঁর বোন শাহিনা বেগম ( ৩৮) ও চাচাতো ভাই আবদুল মান্নান (৩৬)। নিহত রওশন আরা আবদুল মান্নানের বোন।

পুলিশ জানায়, পশ্চিম কুতুপালং এলাকায় ভিটাবাড়ি নিয়ে চাচাতো ভাইবোনদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ভিটায় পাকা দেয়াল নির্মাণকে কেন্দ্র করে গত রোববার সকালে দুপক্ষের সংঘর্ষ হয়। ওই দিনই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে তিনজন নিহত হন। আহত হন আরও চারজন। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সংঘর্ষে উভয় পক্ষ ধারালো অস্ত্র দা ও ছুরি ব্যবহার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, চিকিৎসাধীন আরও এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে দুটি মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।