ফেনীতে যুবদল নেতাকে অপহরণের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

যুবদলের সাবেক এক নেতাকে অপহরণের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ গ্রামবাসীছবি: প্রথম আলো

ফেনীতে যুবদলের সাবেক এক নেতাকে অপহরণের জেরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তাঁরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া অংশের বেশ কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ওই নেতাকে উদ্ধারের পর রাত পৌনে একটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন, ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায় যুবদলের নেতা আলাউদ্দিনকে অপহরণের জেরে এ বিক্ষোভের সূচনা হয়। তিনি ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকার একটি চা–দোকান থেকে আলাউদ্দিনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ খবর ছড়িয়ে পড়লে আলাউদ্দিনের স্বজন ও বিক্ষুব্ধ গ্রামবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সমিতি বাজার অংশ অবরোধ করেন। অবরোধের কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে ঢাকামুখী উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়।

আলাউদ্দিনের ভাতিজা মেহেরাব উদ্দিন বলেন, ‘বালুমহালে বিরোধের জেরে আলমগীর সিদ্দিকী সশস্ত্র লোকজন নিয়ে তাঁর চাচাকে অপহরণ করে নিয়ে যায়। চাচার সন্ধানে মহাসড়কের অবস্থা নিয়েছি।’

সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। ছাগলনাইয়া থানাধীন ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শিমুল কুমার মহন্ত প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে এক পক্ষের লোকজন মহাসড়ক অবরোধ করেন। পুলিশ অভিযান চালিয়ে যুবদলের ওই নেতাকে উদ্ধার করে। বিক্ষোভকারীরা এ খবর জানতে পেরে রাত পৌনে একটার দিকে মহাসড়ক ছেড়ে চলে যান।