দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসাছাত্র নিহত, আহত ২
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আসমাউল হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় রূপম হোসেন (১৭) ও মো. নয়ন (২১) নামের ওই মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার দর্শনা পৌর এলাকার রামনগর-গোপালখালী প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে দর্শনা-মুজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমাউল দর্শনা পৌরসভার করিমপুর এলাকার মো. শহিদুল ইসলামের একমাত্র ছেলে। সে দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্র ছিল। আহত রূপম একই গ্রামের সোনা মিয়ার ছেলে এবং নয়ন আমির হোসেনের ছেলে। আহতদের মধ্যে রূপমের অবস্থার অবনতি হওয়ায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দর্শনা থানা-পুলিশ জানায়, আজ দর্শনার রামনগর থেকে আসমাউল তার দুই বন্ধু রূপম ও নয়নকে নিয়ে মোটরসাইকেলে কার্পাসডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। পথে রামনগর-গোপালখালী প্রতিবন্ধী স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজনই রাস্তার ওপর পড়ে যায়। আহত তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে আসমাউল হোসেন মারা যায়।
একমাত্র সন্তানকে হারিয়ে আসমাউলের পরিবারে চলছে মাতম। বাবা শহিদুল ইসলাম আহাজারি করে বলেন, মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি চাষাবাদ দেখাশোনার কথা বলে ছেলে সম্প্রতি মোটরসাইকেল কিনতে চায়। একমাত্র ছেলের আবদার ফেলতে পারেননি। সেই মোটরসাইকেল শেষ পর্যন্ত এমন বিপদ ডেকে আনবে, সেটি জানলে মোটরসাইকেল কিনে দিতেন না।