ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন দুই দিনের রিমান্ডে
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার সকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সালাহউদ্দিন মিয়াজীকে তোলা হয়। গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তবে বিচারক তাঁকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে সালাহউদ্দিন মিয়াজীর মালিকানাধীন শ্যামলছায়া পার্ক থেকে তাঁকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
সালাউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাঁর আত্মীয়স্বজনের বিরুদ্ধে মহেশপুর কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষ শুরু করেন বলে অভিযোগ ওঠে।