সৈয়দপুরে পাখির ধাক্কায় উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘণ্টা দেরিতে যাত্রা

সৈয়দপুর বিমানবন্দরছবি: প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ অবতরণের সময় পাখির ধাক্কায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে উড়োজাহাজের সামনের অংশে। ত্রুটি সারিয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর উড়োজাহাজটি সৈয়দপুর ছেড়ে যায়। আজ রোববার সকাল সোয়া আটটার দিকে বিমানবন্দরে অবতরণের আগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানে ৭৪ জন যাত্রী ছিলেন। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।

বিমানবন্দর–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর আসার পথে বিমানবন্দরে নামার সময় সকাল সোয়া আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি ৪৯১) উড়োজাহাজের সামনের অংশে পাখির ধাক্কা লাগে। এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি সারিয়ে সাড়ে ৪ ঘণ্টা পর ৭০ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি বেলা একটার দিকে ঢাকার উদ্দেশে সৈয়দপুর ছেড়ে যায়।

পাখির ধাক্কায় উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়
ছবি: সংগৃহীত

বিমানের যাত্রী শাম্মি আকতার বলেন, ‘ঠিক সোয়া আটটার দিকে বিমান ল্যান্ড করছিল সৈয়দপুর বিমানবন্দরে। হঠাৎ বিমানে প্রচণ্ড ঝাঁকুনি সৃষ্টি হয়। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি।’

শরিফুল ইসলাম ও আবু জাহিদ বসুনিয়া নামের দুজন যাত্রী বলেন, পাইলটের দক্ষতায় বিমান অবতরণ করলেও তাঁরা নামার পরে দেখেন, পাখির ধাক্কায় বিমানের সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝাঁকুনিতে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানান তাঁরা।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ‘এভিয়েশন প্রকৌশলীদের চেষ্টায় ত্রুটি সরাতে সক্ষম হই আমরা। পরে যাত্রীদের নিয়ে সৈয়দপুর থেকে স্বাভাবিকভাবে বিমানটি ঢাকায় ফিরে গেছে। অন্যান্য বেসরকারি সংস্থার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।’