জেলের ঝাঁকিজালে উঠে এল মর্টারশেল, ঘিরে রেখেছে পুলিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে জেলের জালে পাওয়া মর্টারশেলছবি: সংগৃহীত

প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে খালে ঝাঁকিজাল ফেলেন এক জেলে। তবে মাছ নয়, উঠে এসেছে মর্টারশেল। লোহার দণ্ড ভেবে বিক্রির উদ্দেশ্যে সেই মর্টারশেল নিয়ে ওই জেলে যাচ্ছিলেন ভাঙারির দোকানে। তবে এর আগেই স্থানীয় বাসিন্দারা মর্টারশেল চিনতে পেরে খবর দেন থানায়। পরে পুলিশ মর্টারশেলটি উদ্ধার করে। নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে মর্টারশেলটি ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহার ব্লকপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। যে জেলের জালে মর্টারশেলটি উঠে আসে, তাঁর নাম মাহবুব আলম। তিনি স্থানীয় বাসিন্দা। শিকলবাহা খালে মাছ ধরার সময় তাঁর জালে মর্টারশেলটি উঠে আসে।

পুলিশ জানিয়েছে, মর্টারশেলটি দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় করেছেন। তাই পুলিশ এটিকে ঘিরে রেখে নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে বিশেষজ্ঞ দলকে খবর দিয়েছে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ সন্ধ্যা সাতটার দিকে প্রথম আলোকে বলেন, ‘উদ্ধার হওয়া মর্টারশেলটির আকার ১২০ মিলিমিটারের মতো। এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। আপাতত আমরা এটি ঘিরে রেখেছি। আগামীকাল বুধবার এটি পরীক্ষার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।’