বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

সংঘর্ষ চলাকালের একটি মুহূর্ত। বৃহস্পতিবার বগুড়া শহরের সাতমাথা এলাকায়ছবি: সোয়েল রানা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বগুড়া শহরের দুটি স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ বেলা ১১টার দিকে বগুড়া শহরে আলতাফুন্নেছা খেলার মাঠ ও কবি নজরুল ইসলাম সড়কে এই সংঘর্ষ শুরু হয়েছে।

সংঘর্ষে শটগানের গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার মুহুর্মুহু শব্দ শোনা যাচ্ছে। আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে তাৎক্ষণিকভাবে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংঘর্ষ চলাকালের একটি দৃশ্য। বৃহস্পতিবার বগুড়া শহরের সাতমাথা এলাকায়
ছবি: সোয়েল রানা

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সাতমাথা অভিমুখে যাচ্ছিল। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এদিকে থানা মোড় থেকে সাতমাথা অভিমুখে বিক্ষোভ মিছিল যাওয়ার পথে কবি নজরুল ইসলাম সড়ক এলাকায় সংঘর্ষ বাধে। আজ দুপুর সোয়া ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল।

ছত্রভঙ্গ করতে গুলি ছোড়া হচ্ছে। বৃহস্পতিবার বগুড়া শহরের সাতমাথা এলাকায়
ছবি: প্রথম আলো
রণক্ষেত্রে পরিণত হয়েছে বগুড়া শহরের সাতমাথা এলাকায়
ছবি: প্রথম আলো