পীরগঞ্জে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধন
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ফাউন্ডেশনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য লুৎফর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী, বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, আবু সাঈদের দুই ভাই ও আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী ও সম্পাদক আবু হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান।
অধ্যাপক এম আমিনুল ইসলাম ঘোষণা দেন, আবু সাঈদের বাড়ির পাশে তাঁর নামে একটি বিশ্ববিদ্যালয় করা হবে। এর আগে অধ্যাপক এম আমিনুল ইসলামসহ অতিথিরা পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তাঁর গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, এতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।
গত ২৮ নভেম্বর আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় আবু সাঈদের বাবাকে প্রধান উপদেষ্টা বলেন, তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন; কারণ, তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত।