কেইপিজেডের নির্মাণশ্রমিকদের শেডে আগুন

চট্টগ্রামের কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল–কেইপিজেডের ভেতরে আগুন লেগে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি নির্মাণশ্রমিক ছাউনি (লেবার শেড) পুড়ে গেছে। আজ সকাল ১০টায় তোলাছবি: প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় গড়ে ওঠা কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কেইপিজেডের ভেতরে আগুন লেগে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি নির্মাণশ্রমিক ছাউনি (লেবার শেড) পুড়ে গেছে। আজ শুক্রবার সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে।

ঘটনার পর কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শ্রমিকদের মোবাইল, কাপড়চোপড় ও টাকা পুড়ে গেছে। কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইফুজ্জামান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।’

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কেইপিজেডের ভেতরে বিভিন্ন জায়গায় ভবন নির্মাণসহ ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করেন অন্তত দুই শতাধিক নির্মাণ শ্রমিক। তাঁরা কয়েকটি টিনশেড ঘর করে থাকেন। আজ সকালে কোনো একটি কক্ষ থেকে আগুন লেগে ছড়িয়ে পড়লে একটি ছাউনির অন্তত ২০টি কক্ষ পুড়ে যায়।

ওই ছাউনির শ্রমিক ভোলা জেলার বাসিন্দা মো. মাসুম বলেন, ‘আমরা ঠিকাদারের মাধ্যমে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করি। আজ সকালে আমরা ঘুমে ছিলাম। হঠাৎ দেখি আগুন। আমরা কোনোমতে ঘর থেকে বের হয়ে পড়ি। ঘরের ভেতরে থাকা জিনিসপত্র আগুনে পুড়ে গেছে।’

কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, ‘কেইপিজেডের বিভিন্ন জায়গায় ঠিকাদারেরা ভবন নির্মাণসহ অবকাঠামো নির্মাণের কাজ করেন। আর তাঁদের শ্রমিকেরা টিনশেড ঘর করে থাকতেন। এ রকম একটি শেডে আগুন লাগার ঘটনা ঘটেছে। তারপরও আমরা এ ঘটনা সম্পর্কে খোঁজ নিচ্ছি।’