ভৈরবে মন্ত্রী পাপনের বাসভবনে, আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর

যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কিশোরগঞ্জের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়ছবি: প্রথম আলো

পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার খবর প্রচারের পর আজ সোমবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের ভৈরবের বাসভবন, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, মুক্তিযোদ্ধা চত্বর ও বঙ্গবন্ধুর ম্যুরালে ভাঙচুর চালানো হয়েছে।

অগ্নিসংযোগ করা হয় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নাজমুল হাসান পৌরপার্কে। এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মালিকানাধীন দর্শন সিনেমা হল ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিন্টু মিয়ার মালিকানাধীন জান্নাত রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিম খান, সাবেক সহসভাপতি মির্জা সুলায়মান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আরমান উল্লাহ, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে।

ভাঙচুর চালানো হয় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও পৌর কাউন্সিলর মোমেন মিয়ার ব্যক্তিগত কার্যালয়ে। ভৈরব কয়লা মোকামে আওয়ামী লীগের নেতা-কর্মীর অন্তত ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর হয়। পাড়ায় পাড়ায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর বাড়িতে হামলা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির লোকজন বিনা বাধায় ভৈরবে অরাজকতা চালাচ্ছে। আগুন দিচ্ছে। কেউ থামাতে আসছে না।

চেষ্টা করেও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা যায়নি।