পঞ্চগড়ে বিএনপির ইফতার মাহফিলে সারজিস আলম, পঞ্চগড়ের উন্নয়নে ঐক্যের আহ্বান

পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন এনসিপি নেতা সারজিস আলম। শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে
ছবি: প্রথম আলো

রাজনৈতিক নেতাদের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘আমাদের মধ্যে শ্রদ্ধাবোধের সম্পর্কটুকু যেন সব সময় থাকে। আমরা যদি একজন আরেকজনের প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হয়ে যাই, তাহলে ক্ষতিটা যেমন আমাদের আন্তদলীয় হবে, ক্ষতিটা পঞ্চগড় জেলারও হবে। সেই জায়গায় আমরা সুন্দরভাবে, ঐক্যবদ্ধভাবে এই ছোট্ট ক্ষণস্থায়ী জীবনে মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য কাজ করে যাব, এটাই আমাদের চাওয়া।’

আজ শনিবার পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে এ কথাগুলো বলেন সারজিস। ইফতার মাহফিলে বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক দলের যেমন ভিন্নতা রয়েছে, সেই অনুযায়ী মতপার্থক্য থাকবে আমাদের কথায়-কার্যক্রমে। কিন্তু এটা নতুন এমন এক জেনারেশনের বাংলাদেশ, যেই জেনারেশন এখন অন্যায়ের বিরেুদ্ধে যেকোনো সময় দাঁড়িয়ে যেতে পারে। আমরা আমাদের প্রতিটি কাজের পূর্বে খুনি শেখ হাসিনা, তাঁর বিগত ১৬ বছরের কার্যক্রম, আপনাদের আমাদের সঙ্গে হওয়া অত্যাচার-নির্যাতন এবং সব শেষে এগুলোর পরিণতি—এগুলো যেন আমরা সব সময় আমাদের মনের মধ্যে রাখি।’

মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সারজিস আলম বলেন, ‘আপনাদের কাছে আমার বিশেষ একাধিক অনুরোধ রয়েছে। এর মধ্যে একটি অনুরোধ হচ্ছে, আমরা এই তরুণ প্রজন্ম বিশ্বাস করি, যদি আমরা এই পঞ্চগড়কে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আজকে যেমন সৌহার্দ্যপূর্ণ, পারস্পরিক শ্রদ্ধাবোধপূর্ণ একটি সম্পর্কের ভিত্তিতে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা এই জায়গা থেকে শুরু করে প্রতিটি জায়গায় বিরাজমান থাকতে হবে। যদি থাকে, দিন শেষে এটা পঞ্চগড়ের জন্য ভালো। আর যেটা পঞ্চগড়ের জন্য ভালো, সেটা আমাদের সবার জন্যই ভালো।’

পঞ্চগড় নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সারজিস আলম বলেন, ‘এই পঞ্চগড় বাংলাদেশের একদম প্রত্যন্ত পিছিয়ে পড়া যে কয়েকটি জেলা তার মধ্যে একটি। আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই ফোরাম কাজ করতে পারি, তাহলে এই পঞ্চগড়কে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের সমৃদ্ধ একটি জেলায় আমরা পরিণত করতে পারব।’

পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি শামুসজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ইফতার মাহফিল শুরুর আগেই বাংলাদেশ জাসদের (আম্বিয়া-নাজমুল) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান সেখানে এসে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে চলে যান।