পিরোজপুরে সাবেক মন্ত্রীর বাড়ি ও আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শ ম রেজাউল করিমসহ আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতার বাড়ি এবং উপজেরা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
আজ বৃহষ্পতিবার রাত ৮টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত এসব বাড়িতে হামলার ঘটনা ঘটে ।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা উপজেলা সদরে একত্র হন। এরপর তাঁরা একটি মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা নূরে আলম সিদ্দিকী শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চলকান্তি বিশ্বাসের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেন ও ভাঙচুর করেন।
গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ ও ৬ আগস্ট এসব বাড়িতে একাধিকবার আগুন ধরিয়ে দেওয়া ও লুটপাট করা হয় বলে জানান স্থানীয় লোকজন । তখন থেকে ওই বাড়িতে কেউ থাকেন না; অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। গত ৫ আগস্টের পর থেকে রেজাউল করিম আত্মগোপনে রয়েছেন। তাঁর নামে একাধিক মামলা রয়েছে।