প্রেমঘটিত দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, আরেক তরুণ গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে মো. সৈকত (২১) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ভাংনাহাটি গ্রামের সিআরসি গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে। এতে জড়িত অভিযোগে আপেল মাহমুদ (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বজনেরা জানান, প্রেমঘটিত দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। সৈকত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের চান মিয়ার ছেলে। গার্মেন্টস কারখানায় চাকরির সুবাদে তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে থাকতেন।
অন্যদিকে গ্রেপ্তার আপেল বগুড়ার শিবগঞ্জ উপজেলার টেবাগাড়ি গ্রামের বাসিন্দা। কাজের খোঁজে এসে প্রায় ২০ দিন ধরে শ্রীপুরের ভাংনাগাটি গ্রামে ছিলেন তিনি।
সৈকতের চাচা শাহাদাত হোসেন বলেন, গতকাল রাতে সৈকত কর্মক্ষেত্র থেকে নির্দিষ্ট সময়ে বাসায় ফেরেননি। পরে তাঁরা খবর পান, কারখানার সামনে রক্তাক্ত অবস্থায় তিনি (সৈকত) পড়ে আছেন। সৈকতের ঘাড়ে, গলায় ও পেটে ছুরির আঘাত দেখা গেছে। পরে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রেমসংক্রান্ত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন শাহাদাত।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, গার্মেন্টস কারখানায় এক নারী সহকর্মীর সঙ্গে সৈকতের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই নারীর সঙ্গে আপেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে সৈকত ও আপেলের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জেরেই গতকাল কারখানা থেকে বের হলে তাঁর ওপর ছুরি নিয়ে হামলা করেন আপেল।
মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার তদন্ত হচ্ছে।র