বগুড়ায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণার ১০ দিনের মধ্যে বগুড়ায় ছাত্রদল ও যুবদলের জেলা ও শহর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংশ্লিষ্ট নেতাদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সই করা বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা শাখায় হাবিবুর রশিদকে (সন্ধান) সভাপতি ও এম আর হাসানকে (পলাশ) সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পৃথক বিজ্ঞপ্তিতে এস এম রাঙাকে সভাপতি ও আতিকুর রহমানকে (রিমন) সাধারণ সম্পাদক করে ছাত্রদলের বগুড়া শহর কমিটি ঘোষণা করা হয়েছে। উভয় কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেলের সই করা বিজ্ঞপ্তিতে যুবদল বগুড়া জেলা শাখার সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম ও আবু হাসানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। অন্যদিকে শহর শাখার সভাপতি হিসেবে আহসান হাবিব (মমি) ও সাধারণ সম্পাদক হিসেবে আদিল শাহরিয়ারের (গোর্কি) নাম ঘোষণা করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম এ কমিটি অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে ৪ সেপ্টেম্বর ছাত্রদল ও যুবদলের বগুড়া জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সরকার মুকুলকে সভাপতি, রাকিবুল ইসলামকে (শুভ) সাধারণ সম্পাদক ও সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।