যশোরে মহানন্দা এক্সপ্রেস ট্রেন থামিয়ে দিলেন কোটা আন্দোলনকারীরা
কোটা সংস্কার আন্দোলনকারীরা যশোর শহরের রেলগেট এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেন। বুধবার বেলা সাড়ে তিনটায় ট্রেন থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন আন্দোলনকারীরা। পরে বিকেল ৪টা ১৫ মিনিটে ট্রেনটি আবার ছাড়ে।
যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আইনাল হোসেন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেন বেলা ৩টা ২০ মিনিটে যশোর জংশন ছেড়ে যায়। ট্রেনটি শহরের রেলগেট অতিক্রম করার সময় আন্দোলনকারীরা ট্রেনটি থামিয়ে দেন।
শিক্ষার্থীরা বলেন, বেলা সাড়ে ১১টা থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এরপর পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গায়েবানা জানাজা হয়। জানাজা শেষে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে চাঁচড়া চেকপোস্ট মোড়ের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে পাশ কাটিয়ে এগিয়ে যান।
মিছিলটি শহরের দড়াটানা মোড় ঘুরে শহরতলির চাঁচড়া চেকপোস্টের দিকে যায়। সেখান থেকে শহরের দিকে আবার ফেরার পথে রেলগেট এলাকায় পৌঁছালে হুইসেল বাজিয়ে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার চেষ্টা করে। তখন আন্দোলনকারীরা জাতীয় পতাকা দেখিয়ে ও ইট-পাথর ছুড়ে ট্রেন থামিয়ে দেন। ট্রেনের চালক ট্রেন থেকে নেমে যান।
পরে শিক্ষার্থীরা ট্রেনে উঠে যাত্রীদের নেমে যাওয়ার জন্য অনুরোধ করলে যাত্রীরা নেমে যান। এরপর আন্দোলনকারীরা ট্রেনের ছাদে উঠে জাতীয় পতাকা ওড়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শিক্ষার্থীদের বুঝিয়ে রেলপথ মুক্ত করা হয়। ৪টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি আবার রওনা দেয় গন্তব্যের দিকে।