রাজবাড়ীতে বেড়াতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

রাহুল ইসলাম

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাহুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। ঈদের পরের দিন আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের কদমতলায় এ দুর্ঘটনা ঘটে।

রাহুল ইসলামের বাবার নাম নাজির ইসলাম। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষ্মীপুর গ্রামে। তিনি রাজবাড়ী সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাহুলের মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে রাহুল, তাঁর বন্ধু শহরের রেল কলোনি এলাকার বাসিন্দা কুদ্দুস মোল্লার ছেলে সিয়াম মোল্লা এবং অপর মোটরসাইকেলের আরোহী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের দারাজ মোল্লার ছেলে রশিদ মোল্লা, কোলারহাটের আইয়ুব আলী খানের ছেলে জিহাদ খান ও হাতেম আলীর ছেলে আমজাদ হোসেন আহত হন।

রাহুল, সিয়াম ও রশিদকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাহুল মারা যান।
রাহুলের প্রতিবেশী কাওসার আহমেদ বলেন, রাহুলেরা এক ভাই ও এক বোন। বন্ধু সিয়ামের মোটরসাইকেল নিয়ে দুজন বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সন্ধ্যার কিছু সময় পর ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাহুল মারা যান। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মোটরসাইকেল দুটির সামনের অংশ ভেঙে গেছে। মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।