মাদ্রাসার টিনের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে টিনের চালে আটকে থাকা ফুটবল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দারুল উলুম নুরুল হারামাইন মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম হাসান আলী (১১)। সে ওই এলাকার ওসমান গনির ছেলে। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

ওই মাদ্রাসার শিক্ষক আমিনুর রহমান বলেন, দুই দিন ধরে মাদ্রাসা বন্ধ। আজ সকালে হাসানসহ মাদ্রাসার কিছু শিক্ষার্থী মাদ্রাসার আঙিনায় ফুটবল খেলা শুরু করে। একপর্যায়ে বলটি মাদ্রাসার টিনের চালে আটকে পড়ে। বলটি আনতে হাসান আলী টিনের চালে ওঠে। সেখানে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।