গণিত উৎসবে শুক্রবারেও মুখর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আঙিনা

আজ সকালে ময়মনসিংহ নগরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের প্রশ্নোত্তর পর্বে। হাত তুলে সাড়া দিচ্ছিলেন কয়েকজন শিক্ষার্থীছবি: প্রথম আলো

শুক্রবারের সকাল। ময়মনসিংহ নগরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আঙিনাজুড়ে শিক্ষার্থীদের সরব পদচারণ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের এমন কোলাহল থাকে না বললেই চলে। কিন্তু আজকের চিত্র ভিন্ন। এ ভিন্নতায় পাওয়া গেল উৎসবের আমেজ। ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব’ উপলক্ষে সমবেত হয়েছেন অন্তত ১ হাজার ৪০০ শিক্ষার্থী।

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের এ আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। এতে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। অনলাইনে প্রাথমিক বাছাইপর্বে নির্বাচিত শিক্ষার্থীরা উৎসবে যোগ দেয়। ময়মনসিংহ অঞ্চলের এ গণিত উৎসবে অংশ নিয়েছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার শিক্ষার্থীরা। ছয় জেলায় প্রায় ১৪০০ শিক্ষার্থী এ গণিত উৎসবে অংশ নেয়।

আজ সকাল ৯টার দিকে বিদ্যালয়টির মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ উৎসবের শুরু হয়। একই সঙ্গে উত্তোলন করা হয় জাতীয়, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা। জাতীয় পতাকা উত্তোলন করেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। পরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কমার্স কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আলী ইউসুফ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রায়হান উদ্দীন প্রমুখ।

ময়মনসিংহ বিভাগের চার জেলা (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা) ছাড়াও কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার খুদে গণিতবিদেরা মেতে ওঠেন এ উৎসবে। অনেক শিক্ষার্থী অভিভাবকের সঙ্গে ভোরে রওনা দিয়ে নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছায়। কিন্তু তাঁদের চোখে-মুখে সেই ক্লান্তির ছাপ। যেন উধাও হঠাৎ। বরং তাদের চোখে-মুখে লেগে আছে স্বপ্ন জয়ের আকাঙ্ক্ষার আভাস। গণিত উৎসবকে কেন্দ্র করে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আঙিনায় বসেছে প্রথমা, রকমারি, তৌফিক প্রকাশন, দ্বিমিক প্রকাশনী, বিজ্ঞান বক্স, ল্যাব বাংলা, আদর্শ, স্বপ্ন ৭১ সহ আটটি প্রকাশনীর স্টল। প্রতিটি স্টলেই ভিড় করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা উৎসবে অংশ নেয়
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা আলহাজ জনাব আলী হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাজেদুল ইসলাম এসেছেন মা মিনা খাতুনের সঙ্গে। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ শহরে এক আত্মীয়ের বাসায় উঠেছেন আপাতত। সেখান থেকেই প্রথমবারের মতো গণিত উৎসবে যোগ দিয়ে উচ্ছ্বসিত সে।

তবে তৃতীয়বারের মতো এ উৎসবে অংশ নেয় নেত্রকোনা সদরের দত্ত হাই উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিদ্বীন রহমান। তিনি প্রত্যাশা, ‘এবার ভালো কিছু করব ইনশা আল্লাহ।’

উদ্বোধনের পর সকাল ১০টা থেকে বিদ্যালয়ের তিনটি ভবনের বিভিন্ন কক্ষে গণিতের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার পর বিদ্যালয়ের মাঠে বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তরপর্ব চলে। শিক্ষার্থীদের এসব প্রশ্নের উত্তর দেন শিক্ষকেরা। পাশাপাশি বিদ্যালয়ের একটি ভবনে চলে গণিত উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের খাতা মূল্যায়নের কাজ।

শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের অবসর প্রাপ্ত সহযোগী অধ্যাপক এ কে এম জিয়াউল ইসলাম, আনন্দ মোহন কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম, ময়মনসিংহ জিলা স্কুলের গণিত বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক আলতাব হোসেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহযোগী সদস্য সকাল রায়, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক মির্জা তানজিম মুগ্ধ, সুইডেন প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফাহিম ফেরদৌস।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে শিক্ষার্থীদের উদ্দেশে ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার বলেন, ‘শিক্ষার্থীর উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে গণিতকে কতটুকু ভালোবাসে। আমার সামনে যারা দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে একেক জন আইনস্টাইন, একেক জন গ্যালিলিও দেখতে পাচ্ছি। আমি প্রত্যাশা করছি, এই মাঠ থেকে কেউ কেউ বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মুখ উজ্জ্বল করবে।’