স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বরিশালের সড়কে স্কুল-কলেজের শিক্ষার্থীরা
দেশব্যাপী যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বরিশালের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। এতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানবাহন আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
আজ সোমবার বেলা ১১টার দিকে বরিশাল নগরের অন্তত আটটি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা নগরের চৌমাথায় মানববন্ধন করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে নগরের অভ্যন্তরেও বিভিন্ন সড়কে দেখা দেয় যানজট। দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলে।
এ ছাড়া সকাল ১০টার দিকে বরিশাল ধর্ষণবিরোধী মঞ্চ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। এতে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ সমবেত হন।
শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। এতে মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়ছেন। সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। কিন্তু সরকার এসব অপরাধীকে গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। তাঁরা দ্রুত সময়ের মধ্যে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে ধর্ষণবিরোধী মঞ্চের সদস্য নাহিদুল ইসলাম বলেন, ‘সারা দেশের নারী ও শিশুরা আতঙ্কজনক পরিস্থিতিতে থাকলেও এর বিরুদ্ধে কোনো সুস্পষ্ট ব্যবস্থা নিচ্ছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা মনে করি, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। এ জন্য অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করছি।’
বেলা সাড়ে ১১টার দিকে নগরের চৌমাথা এলাকায় মানববন্ধন করেন বরিশাল নগরের আটটি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। এ ছাড়া নারীদের চলাচলের নিরাপত্তা নিশ্চিত এবং জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থী সুবাতা ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। সারা দেশে নারী ও শিশুরা আজ নির্যাতনের শিকার হচ্ছে। তারা বাইরে বের হতে ভয় পাচ্ছে। এমনকি ঘরে-যানবাহনেও নিরাপদ নয়। এভাবে তো চলতে পারে না।’