স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বরিশালের সড়কে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বরিশালের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। আজ বেলা ১১টার দিকে নগরের চৌমাথা এলাকায়ছবি: প্রথম আলো

দেশব্যাপী যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বরিশালের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। এতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানবাহন আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

আজ সোমবার বেলা ১১টার দিকে বরিশাল নগরের অন্তত আটটি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা নগরের চৌমাথায় মানববন্ধন করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে নগরের অভ্যন্তরেও বিভিন্ন সড়কে দেখা দেয় যানজট। দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলে।

এ ছাড়া সকাল ১০টার দিকে বরিশাল ধর্ষণবিরোধী মঞ্চ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। এতে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ সমবেত হন।

সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে, ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ধর্ষণবিরোধী মঞ্চ, বরিশাল। আজ সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে
ছবি: প্রথম আলো

শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। এতে মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়ছেন। সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। কিন্তু সরকার এসব অপরাধীকে গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। তাঁরা দ্রুত সময়ের মধ্যে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে ধর্ষণবিরোধী মঞ্চের সদস্য নাহিদুল ইসলাম বলেন, ‘সারা দেশের নারী ও শিশুরা আতঙ্কজনক পরিস্থিতিতে থাকলেও এর বিরুদ্ধে কোনো সুস্পষ্ট ব্যবস্থা নিচ্ছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা মনে করি, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। এ জন্য অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করছি।’

বেলা সাড়ে ১১টার দিকে নগরের চৌমাথা এলাকায় মানববন্ধন করেন বরিশাল নগরের আটটি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। এ ছাড়া নারীদের চলাচলের নিরাপত্তা নিশ্চিত এবং জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থী সুবাতা ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। সারা দেশে নারী ও শিশুরা আজ নির্যাতনের শিকার হচ্ছে। তারা বাইরে বের হতে ভয় পাচ্ছে। এমনকি ঘরে-যানবাহনেও নিরাপদ নয়। এভাবে তো চলতে পারে না।’