ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে গণপিটুনি, পায়ের রগ কাটার চেষ্টা
বগুড়ার আদমদীঘি উপজেলায় ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া দিয়ে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার আমইল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে একজনের পায়ের রগ কাটার চেষ্টা করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরীপাড়ার রাজু পালোয়ান (৩১), কলম (৩০) ও বাঁধন (২৬)। তাঁদের মধ্যে রাজু ও কলম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে এবং বাঁধন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে এমরান হোসেন নামের এক বিকাশ এজেন্ট গতকাল রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে সাইকেলে করে বাড়িতে (তিলকপুরের বটতলায়) ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসার সময় হঠাৎ মোটরসাইকেলে তিনজন সেখানে উপস্থিত হন। তাঁরা অস্ত্রের মুখে টাকাসহ ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। এ সময় এমরান চিৎকার দিলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে বাঁধনকে আটক করে। অন্য দুজন মোটরসাইকেলে পাশের বগুড়ার আদমদীঘি উপজেলার দিকে পালিয়ে যান। মুঠোফোনে ছিনতাইয়ের খবর পান আদমদীঘি উপজেলার লোকজন। সেখানে আমইল গ্রামে বাঁশের ব্যারিকেড দিয়ে রাজু ও কলমকে আটক করে পিটুনি দেয় জনতা। একপর্যায়ে রাজুর পায়ের রগ কাটার চেষ্টা করা হয়। খবর পেয়ে ওই তিন যুবককে উদ্ধার করে পুলিশ।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার থেকে ছিনতাই করে পালানোর সময় বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে তিনজনকে আটকের পর পিটুনি দেয়। পরে রাজু নামের একজনের পায়ের রগে জখম করা হয়েছে। এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।