সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভা কার্যালয়ের সামনেছবি: প্রথম আলো

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ সোমবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে ‘নেত্রকোনা সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

আধা ঘণ্টাব্যাপী কর্মসূচিতে জিয়া পরিষদ নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নূরে আলম চৌধুরী মুন্নার সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি নেতা সানাউল হক, জেলা জাসাসের সাবেক সভাপতি তানভীর জাহান চৌধুরী, যুবদল নেতা ফারদিন চৌধুরী, জেলা ছাত্রদলের সহসভাপতি রায়হান ফরাস, ছাত্রদল নেতা ফয়সাল তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন। তাঁকে গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। বেশ কয়েকটি মামলার রায়ে তাঁকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। এসব পরিহার করে অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। লুৎফুজ্জামান বাবর ২০০৭ সাল থেকে কারাগারে আছেন। এ ছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলায়ও তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। জ্ঞাত আয়বহির্ভূত মামলায় তাঁকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৯৯১ ও ২০০১ সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।