নরসিংদীতে চাঁদা না পেয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
নরসিংদীতে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে উপজেলা মোড়ের নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ব্যবসায়ী এ অভিযোগ করেন।
ভুক্তভোগী ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন ওরফে সাদ্দাম (৩০)। তিনি সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের কাঠবাজারের ফার্নিচার ব্যবসায়ী। যাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে, তিনি হলেন মেহেদী সরকার (৩৭)। তিনি একই এলাকার বাসিন্দা ও হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে আমির হোসেন বলেন, হাজীপুর কাঠবাজারে ফার্নিচার ব্যবসা রয়েছে তাঁর। গত ২৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মেহেদী সরকার মুঠোফোনে কল দিয়ে ঈদ করার জন্য তাঁর (আমির হোসেন) কাছে ৫০ হাজার টাকা চাঁদা চান। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৪ এপ্রিল রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আনসার ক্যাম্পের সামনে সহযোগীদের নিয়ে মেহেদী সরকার আমির হোসেনকে অকথ্য ভাষায় গালাগাল করেন। কারণ জানতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছুরি বের করে আমির হোসেনের ডান কানের পেছনে কোপ দেন মেহেদী। এ সময় মেহেদীর সহযোগীরাও তাঁকে মাথায় লাঠির আঘাত ও উপর্যুপরি কিল–ঘুষি মারতে থাকেন। মোটরসাইকেলটি ভাঙচুর করে আমির হোসেনের সঙ্গে থাকা প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান হামলাকারীরা। এ সময় চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আমির হোসেনকে উদ্ধার করে স্বজনেরা নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।
আমির হোসেনের ভাষ্য, চিকিৎসা নেওয়ার পর সাত দিন আগে থানায় গিয়ে তিনি মেহেদী সরকারসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে লিখিত অভিযোগ দেন। রাজনৈতিক প্রভাবের কারণে ওই লিখিত অভিযোগ এখনো মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। হুমকির মুখে ব্যবসাপ্রতিষ্ঠানও পরিচালনা করতে পারছেন না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেহেদী সরকার বলেন, ‘যদি চাঁদা দাবি করে থাকি, তাহলে তদন্তের মাধ্যমে প্রমাণিত হোক। আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা।’
এ বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। যাচাই–বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।