খুলনায় দুই থানার আধা কিলোমিটারের মধ্যে কলাবাগানে পড়ে ছিল নারীর লাশ

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

খুলনার তেরখাদা উপজেলা সদর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের বিজয়নগর এলাকার তেরখাদা-কালিয়া সড়কের পাশের একটি কলাবাগান থেকে তেরখাদা থানার পুলিশ অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করে। পরে আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়।

ওই নারীর নাম সখিবন ময়না (৩৫)। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি বাগেরহাটের চিতলমারীর উপজেলার শিবপুর গ্রামের আলতাফ শেখের মেয়ে। খুলনার তেরখাদা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মেহেদী হাসান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে তেরখাদা সদরের বিজয়নগর এলাকার ওসমান মিয়ার কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের আধা কিলোমিটারের মধ্যে নড়াইলের কালিয়া ও নড়াগাতি থানার সীমান্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্য কোনো থানা এলাকার কোথাও হত্যাকাণ্ডের পর নিহতের লাশ তেরখাদা থানা এলাকার মধ্যে ফেলে গেছে দুর্বৃত্তরা।

ওসি বলেন, ‘লাশ উদ্ধারের পর বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে নারীর পরিচয় শনাক্ত হয়। তদন্ত করে বিষয়টি নিয়ে আমরা এগোচ্ছি। দ্রুতই আমরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারব বলে আশা করছি।’