কেটে গেছে ঘন কুয়াশা, দুই নৌপথে আবারও ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় ঘাটে নোঙর করে আছে ফেরি। আজ শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটেছবি: এম রাশেদুল হক

প্রায় এক সপ্তাহ পর ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন ঘটেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতের পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার কয়েক ঘণ্টা পর আজ সকালে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

গতকাল মধ্যরাতের পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটের মাঝনদীতে দিক হারিয়ে আটকে যায় যানবাহনবোঝাই চারটি ফেরি। কনকনে ঠাণ্ডায় দুর্ভোগে পড়েন এসব ফেরির যাত্রীসহ চালকেরা। পরে আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে আজ ভোর ৫টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়।

অন্যদিকে আরিচা–কাজিরহাট নৌপথে প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর আজ সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। এর আগে আগে এ নৌপথে গতকাল রাত ৩টা ৩০ মিনিট থেকে ফেরি বন্ধ হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গতকাল মধ্যরাত থেকে পদ্মা নদী অববাহিকায় আবার কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় নদীপথে ফেরি, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এর মধ্যে চালকেরা ফেরি চলাচল সচল রাখেন। আজ ভোর পাঁচটার পর উভয় দিকের ঘাট থেকে ছেড়ে যাওয়া চারটি ফেরি মাঝনদীতে দিক হারিয়ে আটকা পড়ে। ফেরিগুলো হলো রো রো (বড়) এনায়েতপুরী, কেরামত আলী, কে-টাইপ (মাঝারি) ঢাকা ও ইউটিলিটি (ছোট) বনলতা।

মাঝনদীতে ফেরি আটকে যাওয়ার পর দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ঘাট থেকে আর কোনো ফেরি ছাড়েনি। এ সময় দৌলতদিয়া প্রান্তে বাইগার, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ পরান, বীরশ্রেষ্ঠ রহুল আমিন ও হাসনাহেনা নামের পাঁচটি ফেরি নোঙর করা ছিল। পাটুরিয়া প্রান্তেও কপোতী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বীরশ্রেষ্ঠ ভাষাশহীদ বরকত নামের তিনটি ফেরি নোঙরে রাখা হয়।

রাজবাড়ী থেকে আসা ঢাকাগামী জামান ও সৌহার্দ্য পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন জানান, কুয়াশায় ফেরি বন্ধ থাকায় ভোরে ছেড়ে আসা সব দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক জেলা থেকে আসা ঢাকাগামী বিভিন্ন যানবাহন ঘাটে আটকে পড়ে। তীব্র শীত আর ঘন কুয়াশায় আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

অন্যদিকে আরিচা-কাজীরহাট নৌপথেও গতকাল মধ্যরাত থেকে কুয়াশার কারণে ফেরিসহ নৌযান চলাচল বিঘ্নিত হয়। দিবাগত রাত তিনটার পর থেকে ঘন কুয়াশার কারণে নৌযান চলাচলে ঝুঁকি দেখা দেয়। এ কারণে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রাত ৩টা ৩০ মিনিট থেকে আরিচা-কাজীরহাট রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময় আরিচা প্রান্তে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও কে–টাইপ ফেরি চিত্রা যানবাহন লোড করে নোঙর করে থাকে। এ ছাড়া রো রো ফেরি খানজাহান ও শাহ আলী এবং কে–টাইপ ফেরি কিষানি ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়। ফেরি বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে নদী পাড়ি দিতে বেশ কিছু যানবাহন অপেক্ষা করতে দেখা গেছে।

এর আগে ১১ জানুয়ারি সকালে ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজীরহাট নৌপথে প্রায় তিন ঘণ্টা করে ফেরি চলাচল বন্ধ ছিল।

জানতে চাইলে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুস সাত্তার জানান, প্রায় এক সপ্তাহ পর গতকাল আবার এই দুই নৌপথের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটেছে। একপর্যায়ে বাধ্য হয়ে দুই নৌপথে ফেরি বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলেই আবার ফেরি চলাচল শুরু হবে।

আরও পড়ুন