ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেলপথে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত
নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বেলা ১টা ৫০ মিনিটে উদ্ধারকারী ট্রেন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কার্তিক চন্দ্র রায় জানান, মোহনগঞ্জ ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন গফরগাঁও রেলস্টেশনের আউটার পার হয়ে মিষ্টি বেকারি এলাকায় যেতেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১টা ৫০ মিনিটে উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন গফরগাঁও রেলস্টেশন ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। সাড়ে তিন ঘণ্টা পর বেলা ৩টা ২৫ মিনিটের দিকে উদ্ধারকারী ট্রেন এসে আটকে পড়া ট্রেনটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।