গৌরনদীতে প্রবাসীর স্ত্রীর ঘরে আটক, ছাত্রশিবিরের নেতাকে সংগঠন থেকে বহিষ্কার

বরিশাল জেলার মানচিত্র

অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাইনুল ইসলামকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে সংগঠনের সাথি (প্রাথমিক সদস্য) পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি আকবর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে গৌরনদী উপজেলার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মাইনুলকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে গৌরনদী থানায় সোপর্দ করা হলে শুক্রবার সকালে ২৯০ ধারার (বেহায়াপনার) মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ওই দিন বিকেলে আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রশিবিরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ছাত্রশিবির সব সময় ইসলামি নৈতিকতা, চারিত্রিক উৎকর্ষ অর্জন এবং সব কবিরা গুনাহ থেকে দূরে থাকার প্রশিক্ষণের ওপর জোর দিয়ে জনশক্তি গঠন করে। এরপরও কারও মধ্যে মানবিক দুর্বলতার প্রকাশ ঘটানো অসম্ভব ও অবাস্তব কিছু নয়। এমন কোনো অভিযোগ পাওয়া গেলে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

গৌরনদীর ওই ঘটনার ব্যাখ্যা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটির পরপরই মাইনুলের সাংগঠনিক পদ মুলতবি করা হয়। পরবর্তী সময়ে জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করা হয়। তবে অভিযুক্ত মাইনুল ইসলাম পুলিশের হেফাজতে থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি। তারপরও কমিটির প্রতিবেদনে, অন্য সাক্ষ্য-প্রমাণে প্রাথমিকভাবে তাঁর এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপর সংগঠনের সভায় তাঁকে (মাইনুল) সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়।

স্থানীয় ব্যক্তিরা জানান, মাইনুল ইসলামের বাড়ি উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামে। গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের একটি বাড়ির মসজিদে আগে ইমামতি করতেন। এর সূত্র ধরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাইনুলের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই তিনি (মাইনুল) ওই নারীর ঘরে অবাধে যাতায়াত করতেন। স্থানীয় লোকজন গত বৃহস্পতিবার রাতে নারীসহ মাইনুলকে আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নারীসহ মাইনুলকে গৌরনদী থানায় নিয়ে যান।