গোবিন্দগঞ্জে বাসের চাপায় প্রাণ হারালেন দুজন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ভ্যানের আরও দুই যাত্রী আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া শিববাড়িপাড়া গ্রামের বাতেন মণ্ডলের ছেলে ভ্যানচালক শাহাজাহান আলী (৫০) ও একই উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২২)। আহত ব্যক্তিরা হলেন একই উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের ছেলে এজাদুল (৩৫) ও মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে শাহাজাহান আলী তিনজন যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের নাকাইহাট থেকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল-শাহ পরান পরিবহনের যাত্রীবাহী একটি বাস লালমনিরহাট যাচ্ছিল। সকাল ছয়টার দিকে বাসটি মহাসড়কের বোয়ালিয়া মোড়ে পৌঁছালে এটি ওই ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। আহত হন ভ্যানের আরও দুই যাত্রী।
দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও নিচে ভ্যানটি আটকে যাওয়ায় তিনি ব্যর্থ হন। পরে অবস্থা বেগতিক দেখে বাস রেখেই চালক ও সহকারীরা পালিয়ে যান। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী সরকার বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।