শ্রীপুরে সুতাভর্তি কাভার্ড ভ্যানে আগুন দিল মুখোশ পরা দুর্বৃত্তরা

গাজীপুরের শ্রীপুরের ধনুয়া বড়চালা গ্ৰামে সুতাভর্তি কাভার্ডভ্যানে আগুনে সামনের কিছু অংশ পুড়ে যায়। শনিবার বিকেলে
ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার সুতাভর্তি একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করেছে কয়েকজন দুর্বৃত্ত।

শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ধনুয়া বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। ফর্মুলা ১ স্পিনিং মিল থেকে গাড়িটি সুতা নিয়ে একই প্রতিষ্ঠানের অন্য একটি কারখানায় যাওয়ার সময় অগ্নিসংযোগ করা হয়। এতে কাভার্ড ভ্যানের সামনের কিছু অংশ পুড়ে গেছে।

কাভার্ড ভ্যানটি চালাচ্ছিলেন মো. জাহিদুল ইসলাম। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, কারখানা থেকে সুতা ভর্তি করে কাভার্ড ভ্যান নিয়ে তিনি বের হন। ধনুয়া বড় চালা মাদ্রাসা মোড় পার হওয়ার পরপরই সড়কে পাঁচ-ছয়টি মোটরসাইকেল নিয়ে মুখোশ পরা কিছু লোক গাড়ি থামাতে ইশারা করেন। তিনি গাড়ি থামান। এ সময় তাঁরা রামদা দিয়ে গাড়িতে কোপাতে থাকে। তাঁদের মধ্যে কয়েকজন এসে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

ফর্মুলা ওয়ান স্পিনিং মিলসের ব্যবস্থাপক (মানবসম্পদ) এস এম সারোয়ার জাহান প্রথম আলোকে বলেন, ‘আগে এমন ঘটনা কখনো ঘটেনি। আমাদের লোকজন আগুন নিভিয়েছে। পুলিশকে জানানো হয়েছে। তাঁরা তদন্ত করে ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’