গাজীপুরের ছয়টি পাঠাগারকে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে ১ হাজার ৩০০টি গল্প, উপন্যাস, কবিতা ও ছড়ার বই উপহার দেওয়া হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর শহরের প্রথম আলো কার্যালয়ে বই তুলে দেওয়া হয় পাঠাগারগুলোর প্রতিনিধিদের হাতে।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম বিভাকর। তিনি বলেন, বই পড়ার মধ্য দিয়ে মানুষের মনে প্রশ্নের উদয় হয়। প্রশ্নই নতুন পথের সৃষ্টি করে। বই পড়ার মধ্য দিয়ে মানুষের মনে যে জিজ্ঞাসা জাগে, সেই জিজ্ঞাসাই সভ্যতাকে এগিয়ে নেয়। বই পড়ার মধ্য দিয়ে যে মননগত পরিবর্তন হয়, সেই পরিবর্তনই একজন মানুষকে শুদ্ধ ও সংগ্রামী করে তোলে। তাই সবার বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
আয়োজকেরা বলেন, গাজীপুরে শহরের সাহেববাড়ি এলাকার প্রজন্ম পাঠাগার, সদর উপজেলার মনিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পাঠাগার, কাপাসিয়ার উপজেলার বন্ধন-২০ পাঠাগার, মহানগরীর নীলেরপাড়া এলাকার বইপোকা পাঠাগার, বানুয়া সরকারি শিশু পরিবার পাঠাগার, কালীগঞ্জের আলোর দিশারী পাঠাগারকে এসব বই দেওয়া হয়।
বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহিলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম, শিক্ষক ও কবি মাধব চন্দ্র মণ্ডল, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, প্রথম আলো বন্ধুসভার গাজীপুর সভাপতি নাঈমা ইসলাম, সাবেক সভাপতি ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি বাবুল হোসেন।
আমিনুল ইসলাম বলেন, বই মানুষকে সমৃদ্ধ করে। বর্তমানে এই স্মার্টফোনের যুগে সামাজিক পাঠাগারগুলো যুবসমাজকে সুপথ দেখিয়ে যাচ্ছে। বিকাশ ও প্রথম আলোর উদ্যোগে পাঠাগারে বই বিতরণ অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। নতুন এই বইগুলো পাঠাগারের সদস্যদের আরও এগিয়ে নিয়ে যাবে।
বই গ্রহণ করে প্রজন্ম পাঠাগারের সংগঠক ইশরাকুল মজিদ বলেন, ‘আমাদের পাঠাগারকে নতুন বইগুলো আরও সমৃদ্ধ করবে। নতুন নতুন পাঠকের সৃষ্টি করবে। ছোটদের জন্যও কিছু বই পেয়েছি। এতে শিশু পাঠকও পাওয়া যাবে। শিশুরা এখন থেকেই পাঠাগারে যাওয়ার অভ্যাস করলে তারা মুঠোফোন থেকে দূরে থাকবে।’
আয়োজকেরা বলেন, বিকাশ সারা বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ৭৫ হাজার বই বিতরণ করবে। আর এ উদ্যোগের সহযোগী হিসেবে আছে প্রথম আলো ট্রাস্ট। এ উদ্যোগে সহায়তা করতে বিকাশ অ্যাপের মাধ্যমে প্রথম আলো ট্রাস্টে বই কেনার জন্য যে কেউ চাইলে অনুদানও দিতে পারেন। ইতিমধ্যে অনেক মানুষের ছোট ছোট অনুদান এক করে ২০২২ সাল পর্যন্ত ৭২ হাজার ৫০০টি বই বিতরণ করা হয়েছে। বর্তমানে ২০২৩ সালের বই বিতরণ কার্যক্রম চলছে।